কবীর হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতি ও অনিয়ম বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইলেক্টিশিয়ান ফেডারেশনের আলফাডাঙ্গা উপজেলা শাখা, ছাত্র-সমাজ ও এলাকার জনসাধারণের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা১১ টায় আলফাডাঙ্গা উপজেলার পৌর বাজারের চৌরাস্তা ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট স্মারক লিপি প্রদান করা হয়।
জানা গেছে,ভূতুড়ে বিদ্যুৎ বিল বন্ধ, মিটার দেখে সঠিক বিল করা , গ্রহকের বাড়ীতে বিদ্যুৎ বিল পৌঁছানো, ট্রান্সফার নষ্ট হয়ে গেলে ২৪ ঘন্টার মধ্যে কোনপ্রকার অর্থ ছাড়া বিদ্যুৎ সরবরাহ, ডিমান্ড চার্জ যৌক্তিকভাবে কমানো, সকল গ্রাহককে সমান মর্যাদায় সেবাপ্রদান ও কোন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হলে অবশ্যই মাইকিং যোগে প্রচার করাসহ সাত দফা ছিল এ মানববন্ধনের মূল উদ্দেশ্য।
মানববন্ধনের অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য দেন,
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা শাখার সভাপতি হারুনুর রশীদ, বাংলাদেশ ইলেক্টিশিয়ান ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রামিম হাসান, বৈষম্যবিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি এস এম হাফিজুর রহমান প্রমূখসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধেও মিটার রিডিং না করেই প্রকৃত বিলের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বিল আদায়সহ বিভিন্ন রকম অনিয়ম করছেন। অবিলম্বে এসব অনিয়ম বন্ধ করা না হলে অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি দেয়ার হুমকি দেন তারা।
পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফাহিম হোসেন ইভান বলেন, ‘কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে গ্রাহকরা আমাদের নিকট জানাতে পারেন। বিল তৈরীতে কোনো অনিয়ম হয়নি। গ্রাহকের বাড়িতে গিয়েই রিডিং অনুযায়ীই বিল তৈরি করা হচ্ছে। তবুও কোন অনিয়ম থাকলে সেগুলো খতিয়ে দেখা হবে।’
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, অনিয়ম-দুর্নীতির অভিযোগ তিনি গুরুত্ব সহকারে খতিয়ে দেখবেন।