• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং
প্রতিদিন গরম জল পান করলে সাবধান হন এখন থেকেই, এর কারণে হতে পারে মারাত্মক এই সমস্যা

আমরা সকলেই জানি যে গরম জল খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। লকডাউনের সময় থেকেই অনেকেই প্রতিদিনের রুটিনে যোগ করেছে এি গরম জল খাওয়া। বেশিরভাগ লোক সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই গরম জল পান করে। গরম জল পান স্বাস্থ্যকে নানা ভাবে প্রভাবিত করতে পারে। তবে জানলে অবাক হবেন খুব বেশি গরম জল পান করার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। অতএব, গরম জল পান করার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের জানা উচিত। জেনে নিন প্রতিদিন গরম জল পান করার কতগুলি ভালো ও মন্দ দিক-

গরম জল পান করার উপকারিতা – 

##এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। এছাড়া গরম জল পান ওজন হ্রাস করতে সহায়তা করে।

##এটি দেহে টক্সিন দূর করতে সহায়তা করে। গরম জল শরীরের টক্সিন থেকে মুক্তি পেতে অস্থায়ীভাবে আপনার দেহের তাপমাত্রা বাড়িয়ে তোলে।

##শরীরের তাপমাত্রা বৃদ্ধির কারণে ঘাম হয় এবং রোম কূপের ছিদ্রগুলি পরিষ্কার রাখতে সহায়তা করে। এইভাবে এটি আপনার ত্বকে প্রাকৃতিকভাবে পুষ্টি জোগায়।

##এছাড়া প্রতিদিন গরম জল পান করার ফলে স্ট্রেসও কমে।

গরম জল পান করার পার্শ্ব প্রতিক্রিয়া – 

##অত্যধিক জল পান শরীরের জলের ঘনত্বের ভারসাম্যহীনতা তৈরি করতে পারে।

##একই সঙ্গে অতিরিক্ত গরম জল পান মস্তিষ্কে প্রদাহজনক কোষ সৃষ্টি করতে পারে।

##খুব বেশি গরম জল পান করার ফলে মুখে ঘা এর মত সমস্যা দেখা দিতে পারে যার ফলে খাবার খেতে  বা পান করতে অসুবিধা হয়।

##অতিরিক্ত গরম জল পান করলে আপনার জল পান করার চাহিদা নষ্ট হতে পারে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।