ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় বুদ্ধি প্রতিবন্ধী নিহত
মোঃ রমজান সিকদার ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-১০/১২/২০২৪
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় বুদ্ধি প্রতিবন্ধী রাম বাবু তেলী(৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের গোবিন্দ তেলীর ছেলে।
পুলিশ জানায় , সোমবার (১০ডিসেম্বর ) দিবাগত রাত ১ টার দিকে খুলনা-ফরিদপুর- ঢাকা রেল লাইনের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের নাজিরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা রেলওয়ে থানার উপ- পরিদর্শক নুরুন্নবী মন্ডল জানান,
সোমবার দিবাগত রাত ১ টার দিকে রাম বাবু তেলী নামের ঐ বুদ্ধি প্রতিবন্ধী রাতে রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।