• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২ নং ওয়ার্ড ফাইনালে

মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি

শহরের শেখ জামাল স্টেডিয়াম এ অনুষ্ঠিত মুজিব বর্ষ পৌর ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট এ প্রথম সেমিফাইনালে জয়লাভ করে ফাইনালে উঠেছে ২ নং ওয়ার্ড।
এদিন তারা প্রতিপক্ষ ১৩ নং ওয়ার্ড কে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
ঘটনাবহুল এ খেলার প্রথমার্ধে মাত্র ৫ সেকেন্ডে ২ নং ওয়ার্ড দলের পক্ষে গোল করেন অনিক।
খেলার ২৩ মিনিটে ওই গোল পরিশোধ করেন ১৩ নং ওয়ার্ডের তামিম
এরপর প্রথমার্ধে নির্ধারিত সময়ে কোন গোল হয়নি।
খেলার দ্বিতীয়ার্ধে ও কোন গোল না হবার কারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে সেখানে ৪-২ গোলের ব্যবধানে জিতে ফাইনালে যায় ২ নং ওয়ার্ড
রবিবার প্রতিযোগিতার অপর সেমি ফাইনালে ১৯ নং ওয়ার্ড মোকাবেলা করবে ২৭নং ওয়ার্ড এর বিপক্ষে। খেলায় বিজয়ী দলের গোলরক্ষক ফারুককে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার ঘোষণা করা হয়।
এদিন মাঠে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির, ২ নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমান,১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক রেজা, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর টুনামেন্ট কমিটির সদস্য সচিব ইদ্রিস খান ৮ নং ওয়ার্ড কাউন্সিলর অপূর্ব সাহা,
সংরক্ষিত মহিলা কাউন্সিলর জয়গুন বেগম, নাজনীন সুলতানা, আফরোজা সুলতানা টুটু, মাসুমা বেগম, জুলিয়া আক্তার ও তানিয়া আক্তার ইভা।
গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন সাইফ দোহা দর্শন, তোফাজ্জল হোসেন, মাসুদ মিয়া ও আজাদ হোসেন।
সোমবার বিকেলে প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে ১৯ নং ওয়ার্ড খেলবে ২৭ নং ওয়ার্ড এর বিপক্ষে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।