• ঢাকা
  • শুক্রবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
বোয়ালমারীতে বিধবার বসত ঘর পুড়ে ছাই

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে এক বিধবার বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার বিকেলে ময়না ইউনিয়নের হরিতাডাঙ্গা গ্রামে  এ ঘটনা ঘটে। একমাত্র মাথা গোঁজার ঠাঁই পুড়ে যাওয়ায় সর্বহারা হয়ে পড়েছে বিধবা সুন্দরী বেগম। সুন্দরী বেগম এক মেয়ে নিয়ে ওই ঘরে বসবাস করতেন।

খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করেন। তবে এর মধ্যেই পুড়ে গেছে ওই বিধবার ঘর।
আগুনে ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষাধিক টাকা।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন জানান, বুধবার দুপুরের দিকে সুন্দরী বেগম রান্না ঘরের চুলায় হলুদ সিদ্ধ করতেছিলো। হলুদ সিদ্ধ করার সময় রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে বসত ঘর ও রান্না ঘর  পুড়ে যায়। ফায়ার সার্ভিস আসাতে আশেপাশের আর কোনো পরিবারের ক্ষতি হয়নি।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. নিছার আলী বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করি। আগুনে বিধবার রান্না ঘর ও বসত ঘর পুড়ে গেছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।