• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
চরভদ্রাসনে শিক্ষার্থীদের মাঝে ফাইজার ভ্যাকসিন প্রদান শুরু

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :-   ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে সোমবার সকাল ১০ টায় শিক্ষা র্থীদের মাঝে করোনা প্রতিষেধক ফাইজার টিকা প্রদান শুরু হয়েছে। উদ্বোধনী দিনে উপজেলার ১১৯৪ জন ছাত্রছাত্রীর শরীরে করোনা প্রতিষেধক ফাইজার টিকা প্রয়োগ করা হয়। এ টিকা প্রদান কর্মসূচীর আওতায় উপজেলার ১২ বছর থেকে ১৮ বছর পর্যন্ত শিক্ষার্থীরা করোনা প্রতিষেধক ফাইজার টিকা পাবে বলে সংশিস্নষ্টরা জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ জিল্লুর রহমান ও চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম উপস্হিত থেকে শিক্ষার্থীদের মাঝে ফাইজার ভ্যাকসিন প্রদান কর্মসূচী উদ্বোধন করেন।

জানা যায়, প্রথম দফায় উপজেলার মোট ৪ হাজার ৪শ’ ৬১ জন শিক্ষার্থীর মাঝে ফাইজার টিকা প্রদানের নির্দেশ পাওয়া গেছে। এরমধ্যে প্রথম দিনেই ১১৯৪ জনের দেহে ফাইজার টিকা প্রয়োগ করা হয়েছে। এ ব্যপারে উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান জানান, ” আমরা ৪৪৬১ জনের মধ্যে টিকা প্রদানের নির্দেশ পেলেও আপাততঃ টিকা হাতে পেয়েছি ৩৫৩২ জনের। বাকী টিকা হয়তো অচিরেই পেয়ে যাবো এবং শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে টিকা  প্রদান কর্মসূচী অব্যাহত থাকবে”

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।