সাপাহারে নেশাজাতীয় ঔষধ বিক্রির অভিযোগ : তিনটি দোকান জরিমানা করে বন্ধ ঘোষনা
গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার আশড়ন্দ ও মধুইল বাজারে অবস্হিত ৩টি ঔষধের দোকানে অবৈধ নেশাজাতীয় ঔষধ রেখে বিক্রির অভিযোগে জরিমানা সহ এক সপ্তাহের জন্য দোকান গুলো বন্ধ ঘোষনা করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে আশড়ন্দ বাজারের অবস্হিত মাসুম মেডিসিন ষ্টোরের মালিক আবদুল মাতিন দীর্ঘ দিন ধরে তার দোকানে অবৈধ নেশা জাতীয় ঔষধ রেখে এলাকার মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছিল। গত বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে বাজারের জৈনক মাদকসেবী যুবকের নিকট নেশা জাতীয় ট্যাবলেট বিক্রির সময় আইহাই ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন স্হানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলেন।
এ ঘটনায় স্হানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে তাৎক্ষনিক ওই দোকান বন্ধ করে দেয়। বিকেলে আইহাই ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাদেকুল ইসলামের সভাতিত্বে একটি শালিস বৈঠক বসে। শালিস বৈঠকে আব্দুল মাতিন তার অপরাধ স্বীকার করলে শালিসদারগণ তার ২০ হাজার টাকা জরিমানা করে। সেই সাথে এ ধরনের অনৈতিক কাজ আর কোন দিন তিনি করবেন না বলেও অঙ্গিকার করেন।
এ বিষয়ে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন জানান, বেশ কিছুদিন ধরে আশড়ন্দ ও মধইল বাজারে কতিপয় অসাধু ঔষধ দোকানদার এলাকার উঠতি বয়সের তরুন যুবকদের নিকট বিভিন্ন ধরনের অবৈধ নেশাজাতীয় ঔষধ বিক্রি করছে। এলাকার যুব সমাজ কে এই ভয়াবহ মাদকের হাত থেকে রক্ষার জন্য তিনিও নিরলস ভাবে কাজ করছেন।
স্হানীয় ড্রাগ সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে পরদিন বৃহস্পতিবার দুপুরে উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে ড্রাগ সমিতিতে জরুরী বৈঠক বসে ওই বৈঠকে অভিযুক্ত আশড়ন্দ বাজারে অবস্হিত মাসুম মেডিসিন ষ্টোর এর মালিক আব্দুল মাতিন,জয় মেডিসিন কর্নার এর মালিক আনোয়ার হোসেন ও মধইল বাজারের হাজী মেডিসিন ষ্টোরের মালিক সিয়াম হোসেন এর বিরুদ্ধে অভিযোগের সত্যতা থাকার ড্রাগ সমিতির পক্ষ থেকে তাদের নিকট থেকে লিখিত মুসলেকা গ্রহন সহ ৫হাজার টাকা করে জরিমানা ও এক সপ্তাহ অভিযুক্ত ওই ৩ টি ঔষধের দোকান বন্ধ ঘোষনা করা হয়। তিনি আরো জানান যে মহামারী করোনা ভাইরাস পরিস্হিতিতে ইউনিয়নের কর্মহীন অসহায় ৫০টি পরিবারের মধ্যে জরিমানার টাকা দিয়ে খাদ্য সামগ্রী ক্রয় করে ড্রাগ সমিতির পক্ষ থেকে বিতরণ করা হবে।
আইহাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন জুয়েল জানান আই হাই ইউনিয়নে করোনা পরিস্হিতির শিকার অসহায় দিন মজুর শ্রমজীবি পরিবার গুলোর মধ্যে ত্রান সামগ্রী বিতরনের জন্য বিশেষ ফান্ড গঠন করা হয়েছে। ঔষধ দোকানদার আব্দুল মাতিনের জরিমানার ২০ হাজার টাকাও খাদ্য সামগ্রী ক্রয় করে অসহায় লোকজনের মাঝে বিতরণ করা হবে।