বিশেষ প্রতিনিধি :
নারী-নেতৃত্বাধীন সংস্থা নন্দিতা সুরক্ষার আয়োজনে “ইউথ এনগেইজমেন্ট ইন ডেমোক্রেসি” প্রকল্পের আওতায় গ্লোবাল রিসার্চ এন্ড মার্কেটিং এর সাহায্যে ফরিদপুর সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের ২০১ জন কিশোরীদের মাঝে যৌন হয়রানির মাত্রা বিশ্লেষণের ওপর একটি রিসার্চ সম্পন্ন করা হয়। রিসার্চে প্রাপ্ত তথ্যগুলো সরকারি, বেসরকারী সংস্থা যার মধ্যে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, শিক্ষা বিভাগ, মহিলা বিষয়ক অধিদফতর, শিক্ষা প্রতিষ্ঠান ও গনমাধ্যমকে অবহিত করবার জন্য গত ৬/০৪/২৪ তারিখে একটি ‘টাউনহল মিটিং’ আয়োজন করা হিয়। মিটিং এ আমন্ত্রিত অতিথিরা কিশোরীদের প্রতি যৌন হয়রানি ও সহিংসতা প্রতিরোধে করণীয় পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন। এর ধারাবাহিকতায় গত ০৯/০৭/২০২৪ তারিখে ফিডব্যাক মিটিং আয়োজন করা হয়েছে। এখানে সেবাপ্রদানকারী সরকারী – বেসরকারী সংস্থা, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মীসহ ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, গেরদা আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়, জোহরা বেগম উচ্চ বিদ্যালয় সহ এই ৭ টি স্কুল থেকে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির ২ জন করে সদস্যকে আমন্ত্রন জানানো হয়েছে।
আলোচনায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম ত্বরান্বিত করতে স্কুল কতৃর্পক্ষকে উদ্ভুদ্ধ করেন জনাব ইয়াসিন কবীর, জেলা প্রশাসক সার্বিক, বিষ্ণু পদ ঘোষাল, জেলা শিক্ষা অফিসার, মো: হাসান উজ্জামান, ওসি কোতোয়ালি।
নন্দিতা সুরক্ষা উপস্থিত প্রতিটি স্কুলে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ কমিটি এক্টিভেশন এর জন্য মহামান্য হাইকোর্ট কতৃক যৌন হয়রানি প্রতিরোধ লক্ষে প্রদত্ত নির্দেশনা ২০০৯ এর প্রিন্টেড ব্যানার প্রদান করা হয়।