নিজস্ব প্রতিনিধি:-
ফরিদপুর কানাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক , সাবেক সভাপতি ও কানাইপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রইচ উদ্দিন লস্কর (৭৫) আজ ১০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইল্লাহি রাজিউন ) । মৃত্যুকালে তিনি স্ত্রী , ৩ ছেলে ৩ মেয়ে অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন । রইচ উদ্দিন লস্করের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে । তিনি কানাইপুরের শিশু বিদ্যালয় কিশলয় বিদ্যানিকেতন ও বেগম রোকেয়া কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা । রইচ উদ্দিন লস্করের কনিষ্ঠ পুত্র ডাঃ ইমরান জানান , পিতার নামাজে জানাজা আগামীকাল শুক্রবার সকাল ১০টায় বসুনরসিংহদিয়ার পুরাতন বাড়ি সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং মসজিদ সংলগ্ন গোরস্তানে দাফন করা হবে । রইচ উদ্দিন লস্করের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলার প্রবীন আওয়ামীলীগ নেতা বিপুল ঘোষ,কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা , সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী , কানাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী মিনু , সাধারণ সম্পাদক রতন সিকদার নিতাই , কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন ।