• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
এ সরকারের আমলে ক্রীড়াঙ্গণে ব্যাপক উন্নয়ন হয়েছে -কাজী সিরাজুল ইসলাম 

ছবি- মঞ্চে বক্তব্য রাখছেন প্রধান অতিথি কাজী সিরাজুল ইসলাম

এ সরকারের আমলে ক্রীড়াঙ্গণে ব্যাপক উন্নয়ন হয়েছে কাজী সিরাজুল ইসলাম

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।

সরকার ক্রীড়াখাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং তা বাস্তবায়িত হচ্ছে। এ দেশের খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গণে দেশের মুখ উজ্জ্বল করে চলছে।

মঙ্গলবার (১০ মার্চ) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বেজীডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরাই আগামীর ভবিষ্যৎ। তাই মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে দূরে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য তোমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সেই সঙ্গে সুশিক্ষা গ্রহণের মাধ্যমে তোমরা তোমাদের বাবা-মা ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করবে।

 বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান (আহাদ) এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মনিরুজ্জামান মাসুদের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান আহমেদ, মোহাম্মদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আনোয়ারা সুলতানা, সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শেষার্ধে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ মঞ্চের অতিথিবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।