বিজয় পোদ্দার, ফরিদপুর : গতকাল ১০ই মার্চ উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয় খালেক চেয়ারম্যান স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।
টুর্নামেন্টে ৬টি দল অংশ নিয়েছিল। ২ মার্চ থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি গতকাল চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ দুটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মোশারফ হোসেন একাদশ বনাম মিলন মিয়া একাদশের মধ্যে প্রতিযোগিতা চলে। মোশারফ হোসেন একাদশ মিলন মিয়া একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।
গতকাল চূড়ান্ত পর্বের খেলা শেষে খালেক চেয়ারম্যানের বাজারে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি গেরদা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন আরিফ মাস্টার।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল খালেক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক হোসেন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ পুরুস্কার লাভ করেন কামাল।