• ঢাকা
  • বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে আরও ৬ জন করোনায় আক্রান্তসহ সর্বমোট ৩২

ফরিদপুরে একই পরিবারের পাঁচজন ও দশম শ্রেণীর এক শিক্ষার্থীসহ ছয়জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্রে রোববার বিকেলে এ তথ্য জানা গেছে।
এনিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ৩২ জন করোনা রোগী সনাক্ত হলো। রোববার নতুন করে যে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে তাদের পাঁচজন একই পরিবারের সদস্য। এদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউপির একটি গ্রামে।
আক্রান্তদের একজন ঢাকার গেন্ডারিয়াতে অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। তিনি আগেই করোনা আক্রান্ত ছিলেন। তার সংস্পর্শে আসায় ওই পরিবারের পাঁচজন করোনায় আক্রান্ত হয়। এছাড়া করোনা শনাক্ত হয়েছে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউপির একটি গ্রামের বাসিন্দা।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে রোববার নতুন করে ছয়জন করোনা শনাক্ত হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট ৩২ জনের করোনা শনাক্ত হলো। এই ৩২ জনের মধ্যে বোয়ালমারীতে ১০, ফরিদপুর সদরে ৭, নগরকান্দায় ৫, ভাঙ্গায় ৩, চরভদ্রাসন, আলফাডাঙ্গা ও সদরপুরে ২ জন করে এবং মধুখালীতে ১ জন।
তিনি আরও জানান, এরইমধ্যে ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এর মধ্যে নগরকান্দার ৪ এবং বোয়ালমারী ও ভাঙ্গার ১ জন করে রয়েছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোয়ালমারীর চতুল ইউপির ওই বাড়িটি আগেই বিচ্ছিন্ন করা হয়েছিল এবং আশপাশের আরও কয়েকটি বাড়িও লকডাউন করা হয়েছে। গতকাল সদরপুরের ঢেউখালী ইউপির দশম শ্রেণীর শিক্ষার্থীর বাড়িটিও বিচ্ছিন্ন করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।