কুষ্টিয়া ভেড়ামারায় রিক্সা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত- ১
আজ রোববার কুষ্টিয়ার ভেড়ামারা-আল্লারদর্গা সড়কে সাতবাড়ীয়া সিটিসি’র সামনে রিক্সা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক রাজিব (২৭) নিহত হয়েছেন। নিহত রাজিব ভেড়ামারা সাতবাড়ীয়া খাঁনপাড়া এলাকার মতলেবের ছেলে। সন্ধ্যার পর সাতবাড়ীয়া সোনালী বিড়ি ফ্যাক্টারী পাড়ার রিক্সা চালক বাদশার রিক্সা ও রাজিবের মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত হয় রাজিব। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগীতায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় রাজিবের। তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) আল বেরুনী এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জালাল। পরে এস আই এম.এ কুদ্দুস রিক্সা ও মোটর সাইকেলটি থানা হেফাজতে নেয় হয়। রাজিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।