• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
হিমাগারের ন্যায্য ভাড়ার দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে আলু চাষী ও ব্যবসায়ীদের মানববন্ধন

শিমুল,দিনাজপুর প্রতিনিধিঃ হিমাগারের ন্যায্য ভাড়ার দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে আলু ব্যবসায়ী ও চাষীদের ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আলু চাষী ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের বিজয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন করে।

বীরগঞ্জ আলু চাষী ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিপংকর রাহা বাপ্পি, দিনাজপুর জেলা আলু চাষী ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ লিয়াকত আলী, ঠাকুরগঁাও আলু চাষী ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম, দিনাজপুর চেম্বার অব কমার্স সদস্য মোঃ রুবেল ইসলাম প্রমুখ।

বক্তাগণ দ্রুত হিমাগারের বর্ধিত ভাড়া প্রত্যাহার করে বস্তাপ্রতি ২০০টাকা করার দাবি জানিয়ে বলেন, সারা দেশের হিমাগারে আলু বস্তাপ্রতি ১৫০টাকা হতে ২০০টাকা হলেও শুধু দিনাজপুর জেলা এর ব্যতিক্রম। গত বছর আলুর বস্তাপ্রতি ২০০টাকা করা হলেও বর্তমানে প্রতিবস্তা আলুর ভাড়া ৩০০টাকা করা হয়েছে। এতে করে আলু চাষী এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবে। পাশাপাশি ভোক্তা পর্যায়ে এর প্রভাব পড়বে। তাই আলু চাষী এবং ব্যবসায়ীদের রক্ষায় আগামী ২৪ঘন্টার মধ্যে ভাড়া না কমানো হলে হিমাগার মালিকদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য আলু উত্তোলন বন্ধ রাখার ডাক দেওয়া হবে বলে মানববন্ধনে জানানো হয়। আগামী দিনে হিমাগারে আলু ঢোকানোর সময় মূল্য নির্ধারণ করার দাবি জানান তারা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।