মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর বণিক সমিতি ২০২০_২০২৩ এর নব নির্বাচিত কমিটির সভা অনুষ্ঠান বুধবার রাতে বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি জয় গোবিন্দ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝরনা হাসান, ফরিদপুর পৌরসভার ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম,১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস খান, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হক। বাস মালিক সমিতির সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলাম সিদ্দিকী, অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা আবু নাঈম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার মোহাম্মদ দেলোয়ার হোসেন।
উল্লেখ করা যেতে পারে গত ৫ ই মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
নবনির্বাচিত কর্মকর্তার হচ্ছেন সভাপতি মোঃ মাসুদুল হক। সহ-সভাপতি একে কিবরিয়া স্বপন, মতিউর রহমান নান্নু, এডভোকেট স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক উজ্জল সাহা, সুমন কুমার দে, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র বিশ্বাস, অর্থ সম্পাদক মোঃ রনি শেখ, দপ্তর ও প্রচার সম্পাদক দুর্গা প্রসাদ সাহা, ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক আকুন্দ মুহাম্মদ আমিন ইসলাম সুজা,
নির্বাচিত সদস্য বৃন্দ হচ্ছেন কুদ্দুস আলম লিটু, মোহাম্মদ জব্বর জমাদার, এস এম ইসাক, স্বপন কুমার সাহা, বোরহান মিয়া, এনামুল করিম, ফারুক হোসেন, মাধব চন্দ্র দাস।
নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় একযোগে কাজ করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।