• ঢাকা
  • বুধবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৩ ইং
করোনায় মৃত্যু ১ লাখ পৌঁছালো

করোনায় মৃত্যু ১ লাখ পৌঁছালো

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। শুক্রবার বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ২৬০ জন মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু নিয়ে তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় এক হাজার ২২৮ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১৭ হাজার ৯১৯ এ পৌঁছেছে। মৃতের সংখ্যার তালিকায় এর পরই আছে ইতালির অবস্থান। সম্প্রতি দেশটিতে করোনায় মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। ২৪ ঘণ্টায় এখানে করোনায় ৫৭০ জনের মত্যু হয়েছে। এতে দেশটিতে মৃতের সংখ্যা ১৮ হাজার ৮৪৯ এ পৌঁছেছে।

তৃতীয় অবস্থানে থাকা স্পেনের চিত্রটিই ইতালির মতো। দেশটিতে করোনায় ১৭ দিনের মধ্যে সবচেয়ে কম সংখ্যক লোক গত ২৪ ঘণ্টায় মারা গেছে। শুক্রবার ৫২৩ জন মৃত্যুর দেশটিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ৯৭০ এ পৌঁছেছে।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে এই মুহূর্তে করোনা আক্রান্ত ব্যক্তি ও মৃতের সংখ্যা হু হু বাড়ছে যুক্তরাজ্যে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯৮০ জনের মৃত্যু হয়েছে, যা করোনা প্রাদুর্ভাবের পর রেকর্ড। দেশটিতে মৃতের সংখ্যা আট হাজার ৯৫৮তে পৌঁছেছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।