করোনার সুযোগে সন্ত্রাসী হামলা বাড়তে পারে: গুতেরেস
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় পুরোবিশ্ব যখন ব্যস্ত, এই সুযোগে জঙ্গিরা বড়-সড় হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। এ বিষয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সব দেশকে সজাগ থাকার পরামর্শ দেন জাতিসংঘের মহাসচিব।
আন্তোনিও গুতেরেস বলেন, করোনা ভাইরাস মহামারী রূপে দেখা দেয়ায় এখন তা নিয়েই ব্যস্ত প্রায় সব দেশ। এই সময়কেই কাজে লাগিয়ে সন্ত্রাসবাদীরা হামলা চালাতে পারে। ফলে বিপদ বাড়ছে। সন্ত্রাসবাদী সংগঠনগুলো এই সুযোগকে কাজে লাগাতে উঠেপড়ে লাগতে পারে, কারণ তারা জানে যে এই মুহুর্তে বিশ্বের সমস্ত দেশের মনোযোগ এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ের দিকে। গুতেরেস আরও বলেন, যদি এই আশঙ্কা সত্যি হয় তবে আরও বহু অসহায় মানুষের প্রাণ যেতে পারে। এই মহামারী আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষার ক্ষেত্রেও এক বিরাট ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এর কারণে সামাজিক উত্তেজনা ও সহিংসতা বাড়তে পারে। জাতিসংঘের শক্তিশালী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গুতেরেস বলেন, এখনই এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
করোনাভাইরাসের বিরুদ্ধে এই লড়াইকে পুরো প্রজন্মের যুদ্ধ হিসাবে বর্ণনা করে জাতিসংঘের মহাসচিব বলেন, এই মহামারীর পরিণতি দীর্ঘমেয়াদী হবে। গোটা দুনিয়া এর বিরুদ্ধে যুদ্ধ করছে। এই সময় আমরা আরও দেখছি যে স্বাস্থ্যসেবা পরিসেবায় বিভিন্ন জায়গায় বৈষম্য দেখা দিচ্ছে, অনেক জায়গায় সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করা হয়েছে এবং মত প্রকাশের স্বাধীনতাকে রুখে দেয়ার চেষ্টা দেখা দিয়েছে। করোনা মহামারীর কারণে শরণার্থী ও সব ধরণের সুবিধা থেকে বঞ্চিতদের সামনেও মানবাধিকার সংকট দেখা দিতে পারে।