পুলিশদের জন্য রান্না করে খাবার পাঠালেন নিপুণ
পুলিশদের জন্য রান্না করে খাবার পাঠালেন নিপুণ
করোনা সংক্রমণ রোধে মানুষকে সচেতন ও গৃহবন্দি রাখা নিশ্চিত করাসহ দেশের নানা জায়গায় নানা বিষয়ে কাজ করছে পুলিশ বাহিনী।
গতকাল ছিল পবিত্র শবে বরাত। পবিত্র এই রজনীতেও তাদের বাড়ি ফেরার সুযোগ হয়নি। দেশের এই দূর্যোগময় পরিস্থিতিতে তাদের জন্য রান্না করে খাবার পাঠালেন চিত্রনায়িকা নিপুণ।
নিপুণ তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করে ক্যাপশন লিখেন, ‘কাল ছিল শবে বরাত। এই পুলিশ ভাইরা এখন বাড়ি থেকে অনেক দূরে। তাই বনানী থানার ৭০ জন পুলিশের জন্য আমার সামান্য আয়োজন। আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন। সুস্থ রাখুন। আমিন।’
এর আগে নিপুণ তার প্রসাধনী ও লাইফস্টাইলকেন্দ্রিক ব্যবসাপ্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ বন্ধের পাশাপাশি অগ্রিম বেতন দিয়ে কর্মীদের ছুটিতে পাঠান।