• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
১২ মে থেকে ভারতে ট্রেন চলাচল শুরু

তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে ১৭ মে। তার আগে ১২ মে অর্থাৎ পরশু থেকে যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেল। প্রথম দফায় ১৫ জোড়া প্যাসেঞ্জার ট্রেন  চালানো হবে। দেশের ১৫ শহরে চলবে ওই ট্রেন। সে জন্য সোমবার বিকেল ৪টে থেকে অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা।

২৪ মার্চ মধ্যরাত থেকে জারি হয়েছে লকডাউন। ইতিমধ্যেই তা বাড়তে বাড়তে তৃতীয় দফায় পড়েছে। এর আগে লকডাউন চলাকালীন মালবাহী ট্রেন ও শ্রমিক স্পেশাল চালানো হলেও, প্যাসেঞ্জার স্পেশাল চালানোর সিদ্ধান্ত এই প্রথম। শেষ পর্যন্ত লকডাউনের ৫০ দিনের মাথায় চালু হতে চলেছে ওই পরিষেবা। আপাতত ওই প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে নয়াদিল্লি স্টেশন থেকে দেশের ১৫টি শহরে। তার মধ্যে রয়েছে  হাওড়া, ডিব্রুগড়, আগরতলা, পটনা, বিলাসপুর, রাঁচী, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুঅনন্তপুরম, মাডগাঁও, মুম্বই সেন্ট্রাল, আমদাবাদ এবং জম্মু-তাওয়াই। ধাপে ধাপে প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে।

তবে ভিড় এড়াতে টিকিট কাউন্টার আপাতত বন্ধ রাখা হয়েছে। টিকিট পাওয়া যাবে এক মাত্র আইআরসিটিসি-র ওয়েবসাইটে। টিকিটের ভাড়া আগের মতোই থাকবে বলেও রেলের তরফে জানানো হয়েছে। তবে যাত্রীদের স্বাস্থ্য বিধি মেনে ট্রেনে উঠতে হবে। তাঁদের মাস্ক পরে ট্রেনে চড়া বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। যেখান থেকে ট্রেন ছাড়ছে, অর্থাৎ দিল্লিতে যাত্রীদের জন্য থার্মাল স্ক্রিনিংয়েরও ব্যবস্থা করা হবে।
সুত্র ঃ আনন্দবাজার

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।