রাজধানী বাগদাদে জীবনযাপনের ভালো পরিবেশের দাবিতে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। দেশটিতে নতুন সরকার গঠনের স্রেফ কয়েক দিনের মাথায় কয়েক শতাধিক মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে।
রোববার বাগদাদের তাহরির স্কয়ারে মূল প্রতিবাদ সমাবেশ হয়েছে। দক্ষিণের শহর আল-নাসরিয়াসহ বেশ কয়েকটি শহরে ছোট আকারে বিক্ষোভ হয়েছে।
আল-জাজিরা জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে আল-খাদিমিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে বিক্ষোভকারীরা কেবল প্রধানমন্ত্রীর পরিবর্তন নয়, তারা পুরো রাজনৈতিক ব্যবস্থার সংস্কার চায়। তাদের ভাষ্য, বিগত সরকারের পতনের জন্য যে রাজনৈতিক দলগুলো দায়ী, সেই দলগুলো এখনও পার্লামেন্ট নিয়ন্ত্রণ করছে।
ইরাকি ঔপন্যাসিক সিনান আনতুন জানান, তার বিশ্বাস বিক্ষোভ অব্যাহত থাকবে। কারণ আল-খাদিমি ‘একই ব্যবস্থার পণ্য’।
তিনি বলেন, ‘এই বিক্ষোভ দশকের পর দশক ধরে চলা দুর্নীতি, অপরাধ এবং বিদেশি প্রভাবযুক্ত রাজনৈতিক শ্রেণির বিরুদ্ধে। আল-খাদিমি হচ্ছেন একজন প্রবেশকারী মাত্র।’