বুকে ব্যথা অনুভব করায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১০ মে) রাত স্থানীয় সময় পৌনে ৯ টায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এইমস) হাসপাতালের কার্ডিও-থোরাসিক ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দিল্লির এইমস হাসপাতালে কার্ডিও বিভাগের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মনমোহন সিং। তার শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে।
এদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. নীতিশ নায়েকের পর্যবেক্ষণে রয়েছেন ৮৭ বছর বয়সী এই প্রখ্যাত অর্থনীতিবিদ।
উল্লেখ্য, গত পরশু কংগ্রেসের ওয়ার্কিং কমিটির ভিডিও কনফারেন্সে যোগ দেন মনমোহন সিংক। কোনও শারিরীক সমস্যা ছিল না। রোববার সন্ধ্যায় তিনি তীব্র বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।