কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যত বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর ২৪) সকালে উপজেলা চত্বরে
উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে
ছয় জন প্রতিবন্ধী মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এ. কে. এম রাহানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম প্রমুখসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এ. কে. এম রাহানুর রহমান বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারা এখন কর্মজীবী হয়ে জীবিকা নির্বাহ করছে। তাদের বোঝা মনে না করে সম্পদ হিসেবে গ্রহণ করলে তারা দেশের সম্পদ হবে।
কবির হোসেন
০১৭১৬৪৫৫৮৩৬
তারিখ ১০ ডিসেম্বর ২০২৪