• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
সালথায় গাঁজাসহ ছেলে আটক: পুলিশের ভয়ে পালাতে গিয়ে বাবার মৃত্যু

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসায়ী ছেলেকে আটকের সময় পুলিশের ভয়ে পালাতে গিয়ে স্টোক করে মারা গেছেন মো. জাফর শেখ (৫৫) নামে এক ব্যক্তি। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া জাফর শেখ দিয়াপাড়া গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে।

দিয়াপাড়া গ্রামের বাসিন্দারা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে দিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাফর শেখের ছেলে জুবায়ের শেখকে (২৩) আটক করে নিয়ে যায় পুলিশ। জুবায়েরকে আটকের সময় তার বাবা জাফর শেখ পুলিশের ভয়ে দৌড়ে পালাতে গিয়ে পড়ে স্টোক করেন। এর আধা ঘন্টা পরই তিনি মারা যান।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এএসআই শফিকুল পুলিশের একটি টিম নিয়ে দিয়াপাড়া গ্রামে গিয়ে মাদক ব্যবসায়ী জুবায়েরকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে নিয়ে আসে। পরে খবর পেলাম যে, ছেলের আটকের খবরে তার বাবা জাফর শেখ স্টোক করে মারা গেছে।

১১ ডিসেম্বর ২০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।