ফরিদপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংসদ উপনেতার অভিনন্দন
ঢাকা,১১ সেপ্টেম্বর, ২০২০ খ্রি.
ফরিদপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।
আজ শুক্রবার এক অভিনন্দন বার্তায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, নব-নির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ ঐতিহ্যবাহি ফরিদপুর প্রেসক্লাবের ভাবমুর্তি সমুন্নত রাখতে ভূমিকা রাখবেন। সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশার মান উন্নয়নে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবেন।
যারা বিজয়ী হতে পারেননি তাদেরকেও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীতে একযোগে কাজ করার আহবান জানান তিনি। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফরিদপুর প্রেসক্লাব গণমানুষের কন্ঠস্বর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গতকাল ১০ সেপ্টেম্বর ফরিদপুর প্রেসক্লাবের উপনির্বাচন অনুষ্ঠিত হয়।