আম্পান ঝড়ে নিজের একমাত্র থাকার ঘরটি দুমড়ে-মুচড়ে যায় কার্তিক চন্দ্র রায়ের। দুবেলা দুমুঠো খাবারও ঠিক মতো জোটে না তার। ষাটোর্ধ্ব মা জ্ঞানোবালা, স্ত্রী, দুই সন্তানকে নিয়ে অনেকটা বিপদেই ছিলেন কার্তিক। পরে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এমপি শিবলী সাদিকের নিজ তহবিল থেকে সেই ঘর মেরামত করার জন্য ঢেউটিন ও নগদ অর্থ দেওয়া হয়। কার্তিক রায়ের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর গ্রামে।
শুধু কার্তিক নন, এই ইউনিয়নের আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় ৫টি পরিবাকে এমপির পক্ষ থেকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন উপজেলার কাটলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী।
এ সময় কার্তিক চন্দ্র রায় বলেন, এমপির দেওয়া টিন দিয়ে এবার (ছেলে,মেয়ে) গুলাক নিয়ে থাকবার পারব। ভগবান এমপিক আরো বড় করুক।
কাটলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী বলেন, বেশ কয়েক দিন আগে আম্পান ঝড়ে দেশের বিভিন্ন স্থানের মতো এই এলাকাতেও বেশ কিছু মানুষের বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়। তাদের মধ্যে এই ইউনিয়নের পাঁচটি অসহায় পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছেন। বিষয়টি সংসদ সদস্য জানতে পেরে তার নিজ তহবিল থেকে ওই পরিবারগুলোর মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেন।
দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য এমপি শিবলী সাদিক বলেন, এমনিতেই মানুষ করোনা আতঙ্কে রয়েছে। এর মধ্যে অসহায় মানুষগুলো মাথাগোজার ঠাঁই নেই। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো নিজের কর্তব্য মনে করেছি।