• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
নাটোরে সাংবাদিকদের জন্য অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ শুরু

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল দশটা থেকে নাটোরে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের জন্য তিন দিনের অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ শুরু হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী।

অনুষ্ঠানে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পিআইবি প্রতিষ্ঠার পর থেকে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে-যা সারা বিশ্বের অন্য কোন দেশে নেই। পাশাপাশি পিআইবি সাংবাদিকতায় গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করছে, সাংবাদিকতায় স্নাতোকোত্তর পর্যায়ে ডিপ্লোমা ডিগ্রির কোর্স চালু করেছে। বর্তমান সরকারের তথ্য প্রযুক্তির অভূতপূর্ব বিকাশ সাধনের সাথে দেশের সাংবাদিকতাও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন মহাপরিচালক।

প্রধান অতিথির বক্তব্যে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী বলেন, সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার কারনে বিশ্বের বিভিন্ন দেশ করোনা ভাইরাস সংক্রমণে সংকটে পড়লেও বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন প্রমুখ।

তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণে অনুসন্ধানী রিপোর্টিংয়ের বিভিন্ন বিষয় ছাড়াও প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বিষয়ে সেশন থাকছে বলে জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের প্রশিক্ষক ও নাটোরের প্রশিক্ষণ সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন।

প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, পিআইবি’র গবেষক মোহাম্মদ এনায়েত হোসেন ও যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু।

পিআইবি একই সাথে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে নাটোরের উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে তিন দিনের বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।