সুমন ভূইয়া সাভারঃ দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস রোধে জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ ঘোষণা করে সরকার। তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চলমান লকডাউনের মধ্যেও সাভারে খোলা হচ্ছে অধিকাংশ শপিং মলসহ ক্রয়-বিক্রয় কেন্দ্র।
শর্ত মেনে রোববার (১১ মে) সকাল থেকে সাভারে খুলছে অধিকাংশ শপিংমল, মার্কেট, বিপণী বিতান,পাইকারি ও খুচরাসহ সব বাণিজ্যিক মার্কেট।
স্থানীয় প্রশাসন জানায়, সকাল থেকে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ সব শপিংমল ও মার্কেট খুলে দেয়া হচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ক্রয়-বিক্রয় করতে পারবেন ব্যবসায়ী ও ক্রেতারা। যেকোনোঅপ্রীতিকর ও আইন ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ভ্রাম্যমাণ আদালত।
সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় যে সব শপিং মল ও পণ্য সামগ্রী ক্রয় বিক্রেয়র জন্য খুলে দেয়া হচ্ছে তা হলো:
সাভার নিউমার্কেট, রাজ্জাক প্লাজা, চৌরঙ্গী মার্কেট, উৎসব প্লাজা, অন্ধ মার্কেট, ইনফেনেটিভ ইউসূফ টাওয়ার, আশুলিয়ায় শমশের প্লাজা, মণ্ডল মার্কেট, হাশেম প্লাজা, নজুমউদ্দিন মার্কেট, সাভার ক্যান্টনমেন্ট নবীনগর সেনা শপিং কপ্লেক্স, বাদশা টাওয়ার ও শমির প্লাজার মত বিলাস বহুল বিপণি বিতান এবং বহুতল আধুনিক মাল্টি শপিং মল।