• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
রিক্সা প্রতীকের পক্ষে সমর্থন চাইলেন ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মিজান মোল্লা

নুরুল ইসলাম সদরপুর থেকে:

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের দলীয় প্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা দলীয় প্রতীক রিক্সা এর পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তিনি শুক্রবার (১০ জানুয়ারি) রাতে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর হাইস্কুল মাঠে আব্দুস সামাদ মুন্সী ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ১৪তম বার্ষিক ওয়াজ মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় প্রতীক রিক্সা এর পক্ষে সকলের সমর্থন কামনা করেন।

তিনি বলেন, যদি এ দেশে আল্লাহকে ভয় করার মতো কোন প্রার্থী সংসদে না আসে তাহলে কারও অধিকার নিশ্চিত হবে না। তাই দেশের মানুষ যাতে ইসলামের আলোকে পরিপূর্ণ ন্যায্য অধিকার লাভ করতে পারে, সেজন্য একটি বারের জন্য হলেও ইসলামের পক্ষের প্রাথীকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।

মাদরাসার প্রতিষ্ঠাতা মুন্সী ইশারতের পরিচালনায় এ মাহফিলে ওয়াজ করেন আলহাজ্জ মাওলানা জসিমউদ্দিন রহমানী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা আমির হামজা, মুফতী হারুন ইজহার, মাওলানা মিজানুর রহমান ফরিদী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান।

মো: নুরুল ইসলাম
সদরপুর, ফরিদপুর।
মোবাইল: 01731617595
তারিখ: 10.01.2024

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।