দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর ডহরা গ্রামের ভুসেন চন্দ্র রায়ের বাড়িতে বজ্রপাত কেড়ে নিল ৩ গরুর প্রাণ।
এ বিষয়ে স্থানীয় সুবাশ রায় জানান, অনেক ঝড়ের মধ্য কে কার খবর রাখে। আকাশের শব্দে কিছু শোনা যায় না। বাতাসে ঘর-বাড়ি উড়িয়ে নিয়ে যাওয়ার আতঙ্কে সময় পার করছিলাম। তবে রাতে এক সময় বজ্রপাতের বিকট শব্দ শুনে চমকে উঠেছি। কিছুক্ষণ পর বারুদের গন্ধ নাকে আসছিল তাতে কিছু মনে করিনি। ঝড় থেমে গেলে সবাই ঘুমাইছি। সকাল বেলায় ভুসেনের বাড়িতে কান্নাকাটি শুনে দেখতে গেলাম। দেখলাম গোয়াল ঘরেই তিনটি গরু মৃত অবস্থায় আছে।
এবিষয়ে বাড়ির কর্তা ভুসেন রায় বলেন, আমার অনেক টাকার পশু সম্পদ নষ্ট হয়ে গেল। কে দিবে ক্ষতিপুরণ। আমার কপালে ডার ছিল। সেটাই ঘটল আজ রাতে আমার গোয়াল ঘরে।
ঘটনা স্থলে গিয়ে দেখা যায় মৃত ৩ গরুর মধ্যে ১টি গাভী সদ্য বাচ্চা প্রসব করেছে। বাচ্চার বয়স ১ মাস। ১ টি ৩ বছর বয়সের তরতাজা বলদ। ভোর বেলা গোয়ালে গরু বের করতে গিয়ে দেখে মারা গেছে।
এবিষয়ে কোন প্রসাশনিক হস্তক্ষেপ বা আভাষ সম্পর্কে জানতে চাইলে ভুসেন রায় বলেন,
বোচাগঞ্জ উপজেলার পি আই ও সহকারী দেখতে আসছিল। তিনি ছবি তুলে নিয়ে গেলেন। বিষয়টি নিয়ে ইউএনও এর সাথে আলোচনা করতে চাইলেন। আংশিক কিছু অনুদান/ক্ষতিপুরণ এর আভাষ দিয়ে গেছেন।
এছাড়াও এলাকার মেম্বার, চেয়ারম্যান এবিষয়ে ভেবে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।