সংবাদকর্মীসহ ৬ জন আহত
১১জুলাই ২০২০ শনিবার
মারাত্মক দূর্ঘটনা থেকে বেঁচে ফিরলো ফরিদপুরের সংবাদকর্মীরা। আজ আনুমানিক দুপুর ১২ টার সময় ফরিদপুরের বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের কাজে বোয়ালমারীতে যাবার পথে সৈয়দপুর এলাকায় পল্লী বিদুৎতের পাঁশে মাইক্রোবাসের সামনের চাকা ব্লাস্ট হয়ে গতি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী পানিতে পরিপূর্ণ খাঁদে পড়ে যায়। এতে আহত হয় যমুনা টিভির ফরিদপুর প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল, ৭১ টিভির ফরিদপুর প্রতিনিধি মনিরুল ইসলাম টিটো, এনটিভির ফরিদপুর প্রতিনিধি সন্জীব কুমার দাস, বাংলা টিভির এহসান বাকাউল রানা। এছাড়াও মাইক্রোবাসের চালক ও রাস্তার পাশে থাকা এক ভ্যানচালক আহত হয়েছে।
এ দূর্ঘটনার ব্যাপারে মোবাইলে যমুনা টিভির ফরিদপুর প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল এর সাথে যোগাযোগ হলে তিনি জানান আল্লাহর অশেষ রহমতে মারাত্মক দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি, তিনি সকলের দোয়া প্রার্থনা করেন।
আহত সাংবাদিকদের বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।