করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আশার ত্রান সামগ্রী বিতরন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বেসরকারি প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্টির মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। ভাঙ্গায় ২০০ পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি আলূ, ২ কেজি ডাউল, ১ লিটার সয়াবিন তৈল ও ১ কেজি লবন তুলে দেওয়া হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খানের সভাপতিত্বে আরো উপস্হিত ছিলেন, আশা’র ভাঙ্গা অঞ্চলের আর,এম মুজিবুর রহমান, আশা’র সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হাবিবুর রহমান, আশা ভাঙ্গা সদর-১ সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান, আশা ভাঙ্গা সদর-২ ব্রাঞ্চ ও ভাঙ্গা সদর-১ এর এবিএম জাকির হোসেন প্রমুখ।