• ঢাকা
  • শুক্রবার, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho

ফরিদপুরে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ৮২৯টি পুজা মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে

মানিক কুমার দাস,ফরিদপুর :-

ফরিদপুরে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা আজ ১১ সেপ্টেম্বর রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষ অনুষ্ঠিত হয়।

এবারের দুর্গাপূজায় ফরিদপুরে জেলায় নয় উপজেলাতে ৮২৯টি মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে। শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে মতবিনিময় ও প্রস্তুতি সভা করেছে ।

রবিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তাসলিমা আলীর সভাপতিত্বে এ সভার প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অতুল সরকার । সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ‌ ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ সুররানন্দাজী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাড. শিপ্রা গোস্বামী, সাংবাদিক পান্না বালা প্রমুখ ।

সভায় বক্তারা বলেন, আসন্ন শারদীয়া দুর্গাপূজায় শান্তিপূর্ন করতে সকলের সহযোগিতা দরকার। এই উৎসবটি সকলের অংশগ্রহন মূলক হলে সেটি হবে সমাজের দৃষ্ঠান্ত । প্রতিটি পূর্জামন্ডপকে কেন্দ্র করে যে কমিটি গঠন হবে সেখানে সব ধর্মের মানুষকে সম্পৃক্ত করতে হবে। অকারনে উচ্চ স্বরে মাইক বাজানোর ক্ষেত্রে সচেতন হবে , বিশেষ করে নামাযের সময় মাইক বন্ধ রাখতে হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।