মোঃ রমজান শিকদার, ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি-১১/৬/২২ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া বাজারের ব্রিজ সংলগ্ন হিন্দু সম্প্রদায়ের একটি জায়গায় ভবন নির্মাণ করাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে । বিমল চন্দ্র মালোর জায়গা ৬৮ নং ঘারুয়া মৌজার আর এস খতিয়ান নং ১৭৬, এসএ খতিয়ান নং ১৬, আরএস,এস এ দাগ নং ২৩০, বিএস দাগ নং ২৭৭, জমির পরিমাণ ২০ শতাংশ এর উপর পার্শ্ববর্তী বাসিন্দা টোকন মালোর পুত্র সুমন মাল, পান্না মালো, কৃষ্ণ মালো পাকা ভবন নির্মাণ করিতেছে। বাদী বিমল চন্দ্র মালো বুধবার আদালতে ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারার নোটিশ ভাঙ্গা থানার উপ-পরিদর্শক সজল মাহমুদ ভবন মালিকদের ভবন নির্মাণের জায়গার সমাধান না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বল বদ থাকবে বলে সমন জারি করেন। এতে ক্ষিপ্ত হয়ে ভবন নির্মাতারা মামলার বাদী মৃত অমর চন্দ্র মালো ছেলে বিমলচন্দ্র কে বিভিন্ন হুমকি দেয়।
বিষয়টি নিয়ে বিমল চন্দ্র মালো জানায়, গত পঞ্চাশ বছর যাবত উক্ত জায়গার উপর আমি ও আমার পরিবার নিয়ে বসবাস করিতেছি। সম্প্রতি একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কৃষ্ণ মালো গংরা আমার জায়গার উপর পাকা ভবন নির্মাণ করিতেছে। বিষয়টি আমি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও সে মীমাংসা না মেনে ভবন নির্মাণের কাজ অব্যাহত রাখে। আমি গত বুধবার আদালত থেকে ১৪৪ ধারা জারি করে তাদের কাজ বন্ধ রাখার জন্য বলি। এতে ক্ষিপ্ত হয়ে তারা কয় ভাই মিলে আমাকে নানা ধরনের হুমকি দিতে থাকে। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি ।
এ ব্যাপারে অভিযুক্ত কৃষ্ণ মালো জানায়, আমরা স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে জায়গা মাপ করে ভবন নির্মাণ করিতেছে। তাকে আমি বা আমার কোন ভাই হুমকি দেই নাই। বিষয়টি সুরাহার জন্য প্রয়োজনে আবার গন্যমান্য ব্যাক্তিদের সাহায্য নেওয়া হবে।