ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামবাসীদের খোজখবর ও কুশল বিনিময় করেন ঢাকা এলিভেটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক মোঃ ইমরান তালুকদার।
শনিবার দুপুর ১২ টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে জয়ঝাপ উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এরপর জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জয়ঝাপ কবরস্থানের কমিটির সাথে মতবিনিময় ও গ্রামবাসীর সাথে কুশল বিনিময় করেন। তরুন সমাজ সেবক ইমরান তালুকদার জয়ঝাপ গ্রামের শিক্ষক আঃ কুদ্দুছ তালুকদারের ছেলে।
এসময় উপস্থিত ছিলেন, এলজিআরডি ও শসস্ত্র বিভাগের প্রথম শ্রেণীর ঠিকাদার মোঃ রাসেল সিকদার, জয়ঝাপ কবরস্থান কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, মানিক মাতুব্বার, সাবেক ইউপি সদস্য আঃ মান্নান খান, জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন, আবু সায়েম হোসেন (টিটন মিয়া), ইমদাদ তালুকদার, বকুল তালুকদার প্রমূখ।
কুশল বিনিময়কালে ইমরান তালুকদার বলেন, আমি কোন রাজনীতি করি না। আমি বাইরে থেকে আমার এলাকার মানুষের জন্য যতটুকু পারি সেবা করার চেষ্টা করবো। এসময় উপস্থিত গ্রামবাসীকে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন। সেই সাথে মাস্ক ছাড়া বাইরে বের না হওয়ার জন্য আহব্বান জানান।
তিনি এসময় গ্রামবাসীর খোজখবর নেন। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে আনন্দিত এলাকাবাসী। পরে দুপুর ২টার দিকে হেলিকপ্টার যোগে তিনি ঢাকায় চলে যান।
১১ জুলাই ২০২০