• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
গলাচিপায় মাদ্রাসা সুপারকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার টাকা না দেয়ায় মাদ্রাসা সুপারকে যুবলীগ নেতার মারধর ও লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন করেছে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসী। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে অভিযুক্তদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।বৃহস্পতিবার (৯জুন) সকাল ১১ টায় চরকাজল ইউনিয়নের ৬নং ওয়ার্ড, ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সুপার মাওলানা হারুন অর-রশিদ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৮ জুন বুধবার রাত ১০ টার দিকে চরকাজল রোববারের বাজারে মনির দফাদারের ফার্মেসির মধ্যে বসে ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার হারুন অর রশিদের কাছে ৬নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি মিলন দলবল নিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। হারুন অর রশিদ দিতে পারবেনা বলে জানালে তার ওপর মিলনের সন্ত্রাসী বাহিনী হামলা চালায় এতে করে তিনি অসুস্থ হয়ে পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেন। এ বিষয় নিয়ে অভিযুক্ত যুবলীগ সভাপতি মিলনের সাথে কথা বললে তিনি বলেন, মাদ্রাসার সুপার আমার স্ত্রীকে চাকরি দিবেন বলে আমার কাছ থেকে ৫ লাখ টাকা নেয়, আমার স্ত্রীকে সে চাকরি দেননি তাই তার কাছে আমার পাওনা টাকা ফেরত চেয়েছি।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকাত আনোয়ার বলেন, রাতে আমাকে এই বিষয়ে অবহিত করেছে। আমি সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।