• ঢাকা
  • সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ফরিদপুরে ঈদের দ্বিতীয় দিনেও বেশিরভাগ রাস্তাঘাট ছিল ফাঁকা

ফরিদপুর জেলা প্রতিনিধি

সারাদেশে শুরু হয়েছে পবিত্র ঈদুল আযহার ছুটি। সেই সঙ্গে ঈদ উদযাপন করতে বেশিরভাগ লোক শহর ছেড়ে গ্রামের দিকে চলে গেছেন।
ব্যতিক্রম হয়নি তা ফরিদপুরের ক্ষেত্রে ও। কেননা গত দুদিনে শহরের লোকজন চলাচল কমে গেছে অনেকখানি।
আজ দ্বিতীয় দিনেও শহরের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে দোকান খোলা থাকলেও বেশিরভাগ এলাকায় দোকানপাট ছিল বন্ধ।
একই সাথে পরিবহন ও ছিলনা খুব একটা ।
শহরে বাস চলাচল ছিল না বললেই চলে। মাঝেমধ্যে দু-একটা ট্রাককে চলাফেরা করতে দেখা গেছে। তাছাড়া ব্যক্তিগত প্রাইভেটকার মাইক্রোবাস মোটরসাইকেল বাইসাইকেল , ভ্যান এবং অটো রিক্সা ছাড়া তেমন কোনো ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে শহরের অনেক রাস্তা ফাঁকা রয়ে গেছে। এমনকি অভিযাত এলাকা বলতে যা বোঝায় সোনা পট্টি ছাড়া ‌ বেশিরভাগ এলাকার দোকান বন্ধ রয়েছে ‌। এখানে হাতেগোনা কিছু স্বর্ণের দোকান খোলা থাকলেও খুব একটা কাস্টমার চোখে পড়েনি।
আগামীকাল সরকারিভাবে ছুটি শেষ হয়ে যাবে । পরবর্তীতে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও প্রথমে খুলে যাবে। আগামীকাল কিছু লোকজন চলাচল বাড়বে বলে আশা করা যাচ্ছে।
তবে আগামীকাল বিভিন্ন অফিসে লোকজনের উপস্থিতি কম হলেও বুধবার থেকে অফিস অফিস ও প্রতিষ্ঠানে লোকজন উপস্থিতি বাড়বে এবং প্রত্যেকটা রাস্তায় লোকজন চলাচল বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।