আলফাডাঙ্গায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য সরকারিভাবে লটারি
আলমগীর কবির,আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন আলফাডাঙ্গা এ জেড সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আজ ১১ই জানুয়ারি সোমবার সকাল ১০ টা হইতে ২০২১ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে ড্র অনুষ্ঠিত হয়।
এই লটারি ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সহকারী কমিশনার ভূমি মোঃ মাহবুবুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন, প্রধান শিক্ষক মোঃ আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল হাসান, ডাক্তার সুমন রায়, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির, ক্যাবের সভাপতি সাংবাদিক কবির হোসেন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা এবং বিচারক মন্ডলী সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,ষষ্ঠ শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তির জন্য ২৫৪ জন শিক্ষার্থী আবেদন করেন কিন্তু অত্র প্রতিষ্ঠানে সীট সংখ্যা (আসন ) রয়েছে ১৫০ জনের।
এ কারণেই লটারির মাধ্যমে ১৫০ জন ভাগ্যবান শিক্ষার্থীকে অত্র প্রতিষ্ঠানে লটারীর মাধ্যমে ভর্তির সুযোগ প্রদান করা হয়।