ফরিদপুরে সাংবাদিকদের সাথে করোনা ভাইরাস সংক্রমণ তথা কোভিড-১৯ প্রতিরোধ ও প্রাদুর্ভাব মোকাবেলায় পরিবার পরিকল্পনা বিভাগের নানাবিধ কর্মকান্ড অবহিত করার লক্ষ্যে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (১১ জুন)বেলা ১২টা হতে জুম অ্যাপস ব্যবহার করে প্রায় ঘন্টাব্যাপী এ সভা চলে। সংশ্লিষ্টরা নিজ নিজ অবস্থান হতে অনলাইনে কম্পিউটার ও মোবাইল ডিভাইসের মাধ্যমে অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোঃ শরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোঃ শরিফুল ইসলাম বলেন, দেশে বর্তমানে করোনা ভাইরাসের পরিস্থিতির মধ্যেও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা কাজ করে যাচ্ছেন। বিশেষ করে জন্মহার নিয়ন্ত্রণ ও গর্ভবতী ও প্রসূতি মায়েদের সেবায় যেসব সেবা দেয়া হচ্ছে সে সম্পর্কে সকলের মাঝে তথ্য পৌছানো দরকার।
সভায় সংশ্লিষ্টরা বলেন, জন্মনিরোধক নানা কর্মসূচী ছাড়াও গর্ভবতী মায়েদের বিনামূল্যে সিজার ও অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিক ও কমিউিনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রত্যন্ত পর্যায়ে পৌছে দেয়া হচ্ছে। এসব ব্যাপারে ভুক্তভোগীদের তথ্য জানা থাকলে তাদের জন্য সেবা পেতে সহজ হয়।
এতে স্বাগত বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিবার পরিকল্পনা অধিপ্তরের উপপরিচালক সরদার মোঃ হান্নান। ফরিদপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ সবমিলিয়ে ২৬ জন এতে অংশ নেন।