বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে ৮৯ লাখ টাকা ব্যয়ে রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন
জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় ৮৯ লাখ টাকা ব্যয়ে এক হাজার ৮০ মিটার রাস্তার উন্নয়ন কাজ (কার্পেটিং) শুরু হয়েছে।
আজ রোববার দুপুরে বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে মালিরচর ধুমালী পাড়া থেকে মন্ডলপাড়া হয়ে তকিরপাড়া পর্যন্ত রাস্তাটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর ।
এসময় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা, পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহাম্মেদ, ঠিকাদার ছানোয়ার হোসেন ছানু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।