‘এবার থাম’ নারী আলোকচিত্রীদের ধর্ষণ বিরোধী কর্মসূচী
নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে নারী আলোকচিত্রীরা প্রতিবাদ জানিয়েছেন। রোববার বিকেলে, রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারায় এই প্রতিবাদী কর্মসূচী পালিত হয়। নারী আলোকচিত্রীরা ছাড়াও এতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন।
কর্মসূচীতে নারী আলোকচিত্রীরা বেশ কিছু দাবি তুলে ধরেন।যে কোন পুলিশি অবহেলা শাস্তিযোগ্য অপরাধ বলে গ্রহণ করা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত সাংস্কৃতিক চর্চা যুক্ত রাখা,সালিশ বা গ্রাম বিচারে নারীকে হেনস্থা না করা, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো ও রাজনৈতিক মিছিলে বস্তির শিশুদের ব্যবহার বন্ধ নিশ্চত করারসহ নানা দাবি তোলেন তারা।
ধর্ষণের বিরুদ্ধে সম্মিলিত প্রয়াস চালানোর কথা বলেন তারা। দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া নারীর প্রতি সহিংসতা কমানো সম্ভব নয় বলেও মনে করেন নারী আলোকচিত্রীরা।