• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
দুর্নীতির অভিযোগে আলফাডাঙ্গায় স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

কবির হোসেনআলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এসময় শিক্ষার্থীরা এক দফা, এক দাবি মুহুমুহু স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে ডা. নাজমুল হাসানের পদত্যাগের দাবি জানান। ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে আরো কঠিন আন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, ডা. নাজমুল হাসান স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে নিজ জেলাতেই বিগত ৮ বছর ধরে একই কর্মস্থলে চাকরি করছেন। গত ২০১৫ সালে তার স্ত্রী ডা. শাহতাজ আলমকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ দেন। কিন্তু তার স্ত্রী নিয়োগের পর দুই বছরে একদিনও অফিসে না এসেই নিয়মিত বেতন ভাতা গ্রহণ করেন। প্রতিদিন ১০-১২ জন রোগীকে অতিরিক্ত ভর্তি দেখিয়ে তাদের অনুকূলে সরকারি বরাদ্দের সকল টাকা হাতিয়ে নেয়। তিনি ভূয়া বিল ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেন। এছাড়াও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন তারা।

রিয়া খানম নামে আন্দলোনকারী এক শিক্ষার্থী বলেন, ‘স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হাসান যোগদানের পর থেকে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মে জড়িত। তাই আমরা তার পদত্যাগ চাই।’ সৌরভ মোল্যা নামে অপর এক শিক্ষার্থী জানান, ‘ডা. নাজমুল হাসানের অসদাচারণের কারণে আলফাডাঙ্গা উপজেলার মানুষ কোন স্বাস্থ্য সেবা পায়নি। সরকারি অর্থ কিভাবে আত্মসাৎ করা যায় সেদিকে সবসময় তার নজর থাকে।’ ্

জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল হাসান আন্দলোনের বিষয়টি কর্ণপাত না করে বলেন, ‘শুনেছি হাসপাতালের সামনে কিছু লোক বিক্ষোভ করেছে। তবে কি কারণে বিক্ষোভ করেছে তা আমার জানা নেই।’

এবিষয়ে ফরিদপুর ডেপুটি সিভিল সার্জন শাহ্ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, ‘এই বিষয়টি এরআগে আমাকে কেউ জানায়নি। আমি আগামীকাল অফিসে গিয়ে বিষয়টি খোঁজ-খবর নিবো।’

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।