• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ ইং
ফরিদপুরে সেচ্ছায় রক্তদাতা জগজীবন সাহার মহা জম্মাষ্টমীর উপলক্ষে  ৮৯তম রক্তদান

কথায় আছে দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি দেশের জন্য কি করেছেন  সেটা বড় কথা। দেশের জন্য দেশের জনগনের জন্য অনেক দেশ দরদী মানুষ বিনাসার্থে  অনেক কিছুর ত্যাগের বিনিময়ে দেশ ও মানুষের  ভালবাসার টানে কাজ করে গিয়েছে। হয় তা বা আমরা তাদের মধ্যে অনেকর পরিচয় জানি অনেকের পরিচয় জানি না। কিন্ত তাদের পরিচয় জানা না থাকলেও তাদের কর্মকান্ডের মাধ্যমে তাদের চেনা যায়।

তেমন একজন সমাজ দরদী মানুষ জগজীবন সাহা,সমাজের ছোট বড় ধনী গরীব তার কাছে কোন ভেদাভেদ নেই, ফরিদপুর সদর বর্ধিত ২৭ ওয়ার্ড দেওড়া গ্রামের মৃত নিতাই লাল সাহার চার পুত্রের মধ্যে জগজীবন সাহা(৫০) তৃতীয়।
১৯৯১ সাল থেকে ফরিদপুর সন্ধানী ডোনার ক্লাব থেকে শুরু করে বিভিন্ন ভাবে মানুষ কে নিজের শরীরের  রক্ত দিয়ে সেবা দিয়ে চলেছে। আজ হিন্দু সম্পদয়ের মহা জম্মাষ্টামীর উপলক্ষে ৮৯তম  রক্তদান করেছেন। তিনি সন্ধানী ডোনার ক্লাব ফরিদপুর এর সর্বোচ্চ রক্ত দাতার সদস্য।তিনি তার প্রতিটি স্বরণীয় দিন মনে রাখার জন্য রক্তদান করে সেটি স্বরণীয় করে রাখেন। তিনি তার যত বন্ধু, বান্ধব, আত্মীয় স্বজন, ছোটভাই, বড়ভাই, রয়েছে তিনি সবার কাছে অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান।

এই মহান দায়িত্বের কথা জানতে চাইলে তিনি বলেন, সমাজে অনেক অসহায় পরিবার কে আমি দেখেছি যারা সময় মত রক্ত না পাওয়ার কারনে নানা ধরনের বিপদের সমূূখি হয়। বিশেষ করে গর্ভকালীন মায়েদের,আমার শরীররে রক্তের বিনিময়ে যদি একজন মা সুুুস্থ হয়। এর চেয়ে খুুুশি আর কি হতে পারে।তাই আমি আমার পক্ষ থেকে রক্ত দান ছাড়াও সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষ কে সহযোগিতা করার চেষ্টা  করে যাচ্ছি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।