দিনাজপুরের বিরামপুর উপজেলার সদ্য যোগদানকৃত নবাগত ইউএনও পরিমল কুমার সরকারকে সংবর্ধনা প্রদান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ-সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সাংবাদিকদের পক্ষ থেকে পরিচিতি শেষে নবাগত ইউএনও’কে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাড়- গোপাল কুন্ডু, শিবেষ কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপাধ্যক্ষ অদ্বৈত কুমার, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাঈদ, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক শাহ আলম মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম মানিক, ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মৃতু্ঞ্জয় সদেশ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর ছাত্রলীগ সভাপতি মোস্তাকিম হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের সভাপতি সামিউল আলম সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্হিত ছিলেন।