শহীদ সুফি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে পলাতক বয়েজ
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
285 বার দেখা হয়েছে
০
শহীদ সুফি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে পলাতক বয়েজ।
শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত শহীদ সুফি ফুটবল টুর্নামেন্ট এ সেমিফাইনালে উঠেছে পলাতক বয়েজ একাদশ। আজ রবিবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে তারা ফরিদপুর পুলিশ লাইন একাদশকে টাইব্রেকারে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে।
উত্তেজনাপূর্ণ ম্যাচে উভয় দলই প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করে। ফলে খেলাটি গোলশূন্য ড্র থাকে। এরপর টাইব্রেকারে প্রথম তিনটি শর্ট করলেও একটি করে গোল দিতে সফল হয় দুই দল। পরবর্তীতে আবারও টাইব্রেকার হলে পলাতক বয়েজ দল ২-০ ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে উন্নীত হয়।
গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি জহিরুল ইসলাম জিন্নাহ, মশিউর রহমান ও জাহাঙ্গীর আলম। প্রতিযোগিতার অপর ও শেষ কোয়ার্টার ফাইনাল সোমবার বিকাল চারটায় একই মাঠে অনুষ্ঠিত হবে।