হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, ‘আমি একজন আপাদমস্তক বঙ্গবন্ধু প্রেমিক মানুষ। তিনি বলেন, যে জাতি জাতির পিতাকে হত্যা করতে পারে; সে জাতিকে বিশ্বাস করা কঠিন। বঙ্গবন্ধুকে জানলে বাংলাকে জানা হবে। বঙ্গবন্ধুকে না ভালোবাসলে নিজেকে ভালোবাসা যায়না, দেশকে ভালোবাসা যায়না।
শুক্রবার (১১ মার্চ) দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে বঙ্গবন্ধু’র ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ ও মূল্যায়ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিজি নেহাল বলেন, ‘পাকিস্তানের প্রথম রাজবন্দী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইতিহাস ঘাটলে এটাই পাওয়া যাবে।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যেশ্য করে এই ডিজি বলেন, তোমরা বঙ্গবন্ধুর লেখা আত্মাজীবনী পড়ে ছাত্রলীগ করো। রাজনীতির অনেক কিছুই জানতে পারবে।
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) ড. প্রবীর কুমার ভট্টাচার্য, মাউশি’র ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মনোয়ার হোসেন, রাজেন্দ্র কলেজর উপাধ্যক্ষ প্রফেসর এস, এম আব্দুল হালিম, অনুষ্ঠানটি পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর দেবাশীষ দাস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. আশরাফুল আজিম শাকিল।
এসময় উপস্থিত ছিলেন, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শীলা রানী মন্ডলসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
পরে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু’র ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ ও মূল্যায়ন প্রতিযোগীয় বিজয়ী ১০জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।