ভাঙ্গায় সদ্য যোগদান কৃত ইউএনও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
মোঃ রমজান শিকদার ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-১১/১১/২০২৪ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দেশ সংস্কার হচ্ছে আমরা সকলেই এর অংশীদার হিসেবে কাজ করে যেতে চাই। সাংবাদিকরা সবসময় তথ্য ও কাজে সহযোগিতা করে ভাঙ্গা উপজেলাকে সুন্দর করে সাজানোর সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি(একাংশ) কিবরিয়া বিশ্বাস ও সাধারণ সম্পাদক মজিবর মুন্সি। ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি(একাংশ) আব্দুল মান্নান সহ ভাঙ্গা উপজেলার সাংবাদিকবৃন্দ।