• ঢাকা
  • রবিবার, ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ডিসেম্বর, ২০২৪ ইং
সালথায় গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় সুদের টাকার চাপে মো. আসাদ শেখ (২৪) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে নিজ ঘরের আড়া থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আসাদ বিষ্ণুদী গ্রামের আলতাফ শেখের ছেলে।

নিহতের পরিবার জানান, আসাদ সংসারের বড় ছেলে। প্রায় দুই বছর আগে তার ছোট ভাই মাসুদকে বিদেশে পাঠানোর জন্য পাশের নগরকান্দার বেতাল গ্রামের সুদকারবারী ইস্তাম কাজীকে কাছে চার লাখ টাকা সুদের উপর নেন। পরবর্তীতে ছোট ভাইকে বিদেশ পাঠানোর ব্যাপারে প্রতারণার শিকার হয়ে টাকা-পয়সা শেষ হয়ে যায়। কিন্তু আসাদ গত দুই বছর ধরে ওই চার লাখ টাকায় প্রতিমাসে ইস্তামকে ৩২ হাজার টাকা সুদ দিয়ে আসছিল।
তবে অভাবের কারণে গত দুই মাস ধরে সুদের টাকা দিতে পারেনি। তাই রবিবার সকালে ইস্তাম কাজী বাড়িতে এসে আসাদকে গালিগালাজ করে ও ভয় ভীতি দেখায়। এতে ক্ষিপ্ত হয়ে আসাদ গঁলায় রশি পেচিয়ে নিজ ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। এ বিষয় সুদকারবারী ইস্তাম কাজীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহটি সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।  প্রাথমিকভাবে জানতে পেরেছি, সুদের টাকার চাপে আসাদ আত্মহত্যা করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১০ নভেম্বর ২০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।