ফরিদপুরের নগরকান্দায় দুগ্ধ ও গবাদিজাত উন্নয়ন খামারে উন্মুক্ত নিলাম সম্পন্ন
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দার তালমা মোড়ে অবস্থিত সরকারি দুগ্ধ ও গবাদিজাত উন্নয়ন খামারে উৎপাদিত ছোন বিক্রয়ের নিলাম সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুরে খামার চত্বরে আয়োজিত বিক্রয় অনুষ্ঠানে দেশের দুর-দুরান্ত থেকে আগত ক্রেতারা অংশ নেয়। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় কার্যক্রম সম্পন্ন হয়।
নিলাম অনুষ্ঠানে জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জিব কুমার দাস, ফরিদপুর দুগ্ধ ও গবাদিজাত উন্নয়ন খামারের উপ-পরিচালক ডাঃ এ কে এম আসজাদ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান সহ খামারের কর্মকর্তা-কর্মচারী ও ক্রেতাগন উপস্থিত ছিলেন।
পুরো উন্মক্ত নিলাম অনুষ্ঠানের সঞ্চালনা করেন, দুগ্ধ ও গবাদি জাত খামারের হিসাবরক্ষক আসলাম খান।
১১ নভেম্বর ২০২৪