ফরিদপুরে একজন ব্যাংক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফরিদপুর মেডিকেল কলেজে পিসিআর ল্যাব সূত্রে আজ সোমবার বিকেলে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৩৩ জন করোনা রোগী শনাক্ত হলো। করোনায় আক্রান্ত ওই ব্যাংক কর্মী (২৮) জেলা সদরের অম্বিকাপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ঢাকার রামপুরা এলাকায় বসবাস করেন। তিনি একটি বেসরকারি ব্যাংকের হেল্প লাইনে চাকরি করেন। গত ৭ মে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, সোমবার নতুন করে একজনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় এ পর্যন্ত ৩৩ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। এই ৩৩ জনের মধ্যে বোয়ালমারীতে ১০, ফরিদপুর সদরে ৮, নগরকান্দায় ৫, ভাঙ্গায় ৩, চরভদ্রাসন, আলফাডাঙ্গায় ও সদরপুরে দুইজন করে এবং মধুখালীতে একজন।
ফরিদপুর করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, সোমবার ফরিদপুর ও গোপালগঞ্জের ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ফরিদপুরের ৫১ এবং ৩৬ জন গোপালগঞ্জের। এর মধ্যে ফরিদপুরের একজন ও গোপালগঞ্জে ৬ জনের করোনা ভাইরাস পজিটিভ হয়েছে।
সিভিল সার্জন আরে বলেন, এর মধ্যে ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এর মধ্যে নগরকান্দার ৪ এবং বোয়ালমারী ও ভাঙ্গায় একজন করে রয়েছেন।