আলফাডাঙ্গায় মাদ্রাসায় আলমারি ও কাঠের বাক্সের তালা ভেঙে চুরি হয়েছে।
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর দারুস সুন্নাহ্ গোরস্থান মাদ্রাসা ও এতিমখানায় চুরি সংগঠিত হয়েছে।
এ ঘটনায় শুক্রবার দুপুরে মাদ্রাসার সভাপতি ও পৌর কাউন্সিলর আলী আকসাদ ঝন্টু থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মাদ্রাসার মুহতামিম মুফতি সিরাজুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে মাদ্রাসার অফিস কক্ষটি তালাবদ্ধ করে বাসায় চলে যান। শুক্রবার ফজরের নামাজের সময় এসে দেখেন ওই কক্ষটির দরজার তালা ভাঙা। পরে ভিতরে প্রবেশ করে দেখেন সবকিছু এলোমেলো। এসময় অফিস কক্ষের আলমারি ও একটি কাঠের বাক্সের তালা ভেঙে প্রয়োজনীয় ফাইলপত্র ও কাগজপত্র তছনছ করে নগদ প্রায় অর্ধ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করীম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।